Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

কার্যক্রম

সেবা

সেবা গ্রহনকারী

প্রাপ্ত সেবা

পল্লী সমাজসেবা কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মুল স্রোতধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি, উদ্ভুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষন প্রদান। ৫০০০/-টাকা হতে ৩০০০০/- টাকা পর্যন্ত ক্ষুদ্রঋন প্রদান, লক্ষ্য ভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

আর্থসামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকা ভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদল সদস্য/সদস্যা সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তিত জন্য ‍ক ও খ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০০০০/-টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য গ-শ্রেণীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০০০০/-টাকার উর্ধে।

মূল বিনিয়োগ-৬৪,৪৩,২৯৩/-

আদায়-৬৪,০৯,২৯২/-

পুন:বিনিয়োগ-১,৪৬,২৩,৫০০/-

আদায়-১,৩৪,৮২,৭২০/-

সা:চার্জ বি:-৭,৭০,০০০/-

আদায়-৭,৮৮,৫৯০/-

সা:চার্জ পু:বি:-৯,২৭,০০০/-

আদায়-৮,৬৬,৪৭০/-

পল্লী মার্তৃকেন্দ্র কার্যক্রম

পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতোধারায় আনয়ন, সচেতনতা বৃদ্ধি, উব্দুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান। ৩০০০/-থেকে ৫০০০/-টাকা পর্যন্ত ক্ষুদ্রঋন প্রদান, লক্ষ্য ভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

পল্লী মার্তৃকের্দ্রের সদস্য সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ক ও খ শ্রেণী ভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৬০০০০/-টাকা পর্যন্ত; সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য গ-শ্রেনী ভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০০০০/-টাকার উর্ধে।

মূল বি:-১৩,২০,০০০/-

আদায়-১৪,২৩,৬২০/-

পুন:বি:-৩৩,৭৩,০০০/-

আদায়-৩২,১৫,০৮০/-

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক নির্ধারিত মাসিক ২০০০/- টাকা হারে ভাতা প্রদান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত  সাময়িক সনদপত্র ধারী, গেজেট অথবা পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যাদের নাম গেজেট নোটিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।

১৭৩৫ জন মুক্তিযোদ্ধাকে ২০১২-১৩ অর্থবছরে ৪,১৬,৪০,০০০/- টাকা প্রদান করা হয়

বয়স্কভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত মাসিক ৩০০/- টাকা হারে বয়স্ক ভাতা প্রদান।

দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৩০০০/-টাকা

২০১২-১৩ অর্থবছরে ৭১৮৫ জন ভাতাভোগীকে ২,৫৮,৬৬,০০০/- টাকা প্রদান করা হয়

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দু:স্থ মহিলা ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক নির্ধারিত মাসিক ৩০০/- টাকা হারে ভাতা প্রদান।

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দু:স্থ মহিলা যিনি বয়স্বকভাতা বিংবা সরকার কর্তৃক অন্য যে কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবি, ভিজিডি কার্ডধারী কিংবা পেনশনভোগী নন।

২০১২-১৩ অর্থবছরে ২৯৮৭ জন ভাতাভোগীকে ১,০৭,৫৩,২০০/- টাকা প্রদান করা হয়

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক সমাজের নিরাপত্তার জন্য নির্ধারিত মাসিক ৩০০/- টাকা হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান।

৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্বকভাতা বিংবা সরকার কর্তৃক অন্য যে কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশনভোগী নন, প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪০০০/-টাকার কম

২০১২-১৩ অর্থবছরে ৬৭৫ জন ভাতাভোগীকে ২৪,৩০,০০০/- টাকা প্রদান করা হয়। তালিকা :

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রাথমিক স্তর(১ম-৫ম): জনপ্রতি মাসিক ৩০০ টাকা

মাধ্যমিক স্তর(৬ষ্ঠ-১০ম): জনপ্রতি মাসিক ৪৫০ টাকা

উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেনী): জনপ্রতি মাসিক ৬০০ টাকা

উচ্চতর স্তর( স্নাতক ও স্নাতকোত্তর): জনপ্রতি মাসিক ১০০০ টাকা

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬০০০/-টাকার নিচে।

২০১২-১৩ অর্থবছরে 35জন ভাতাভোগীকে ১,৯০,২০০/- টাকা প্রদান করা হয়(প্রাথমিক-১৮ জন, মাধ্যমিক-০৯ জন, উচ্চ মাধ্যমিক-৪জন, উচ্চতর-৪জন)

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

৫০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋন

এসিডদগ্ধ মহিলা ও শারিরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ৬০০০০/-টাকার নিচে।

মূল বি:-১৪,৯২,৫৩৭/-

আদায়-১১,৩৫,৮৯২/-

পুন:বি:-১৪,২৯,০০০/-

আদায়-১০,২২,০৭০/-

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের নিবন্ধন ও তত্ত্বাবধান কার্যক্রম

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠনের প্রদান, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকণল্যাণ সংস্থাসমুহ(নিবন্ধন ও নিয়ন্ত্রন)অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারি এতিমখানা/ক্লাব নিবন্ধন নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমাদন, সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন মেয়াদান্তে নব নির্বাচিত কার্যকরী পরিষদ অনুমোদন, নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কার্য এলাকা একাধিক জেলায় সম্প্রসারনের অনুমোদন নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আণীত অভিযোগ নিস্পত্তির ব্যবস্থা গ্রহন, নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমুহের কার্যক্রম তদারকি।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মুলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা সমিতি ইত্যাদি।

 

বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান

১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন স্নেহ ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান শারিরিক বুদ্ধি বৃত্তিক ও মানবিক উকর্ষতা সাধন পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

বেসরকারি এতিমখানা ৫-৯বছর বয়সী এতিম অর্থাত পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

২০১২-১৩ অর্থ বছরে ২৬ টি এতিমখানার ৪২৯ জন নিবাসীকে ৫১,৩৬,০০০/- টাকা প্রদান করা হয়।

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

নিবন্ধন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য সর্বনিম্ন ১০০০০/- টাকা সাধারণ অনুদান, প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/দু:স্থ ব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫০০০/-টাকা অনুদান, আকর্ষিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগের জন্য জন প্রতি সর্বোচ্চ ১০০০/-টাকা।

সমাজকল্যাণ পরিষদ হতে দরিদ্র/ক্ষতিগ্রস্থ ব্যক্তি নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন

২০১২-১৩ অর্থবছরে বিশেষ অনুদান-৬৫,০০০/-(পাঁচ) জনকে এবং সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান-৫টি ৫০,০০০/- টাকা প্রদান করা হয়