Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা সমাজসেবা অফিসগোপালগঞ্জ সদরগোপালগঞ্জ

ক্রমিক নং

কার্যক্রম

সেবা

 সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী

কর্তৃপক্ষ

 সামাজিক নিরাপত্তা সেবা

১.

বয়স্ক ভাতা কার্যক্রম

১। সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য ২০১৮-১৯৯ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে ।

১। দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনূর্ধ ৩০০০(তিন হাজার) টাকা;

২। শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীন পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধীকার দেয়া হয়;

৩। তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, বিপত্নিক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীন পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়।

৪। যে সকল প্রবীন ব্যাক্তির আয়কৃত অর্থের সম্পূর্ন অর্থ খাদ্য বাবদ ব্যায় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যায় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না;

৫। ভূমিহীন বয়স্ক ব্যাক্তি।

১। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যাবস্থা গ্রহণ;

২। নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তলন করবেন:

৩। ভাতাগ্রহীতার নমিনী  ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর  তিন মাস পযন্ত ভাতার টাকা উত্তলন করা যাবে।

১। শহর সমাজসেবা কার্যালয় (সিটি কর্পোরেশনের ক্ষেত্রে)

২। উপজেলা সমাজসেবা কার্যালয় (উপজেলা ও গ শ্রেনীর পৌরসভার ক্ষেত্রে)

৩। জেলা সমাজসেবা কার্যালয় ( ক ও খ) শ্রেনীর পৌরসভার ক্ষেত্রে )

২.

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম

 ১। সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা প্রদান। এ জন্য ২০১৮-১৯ অর্থ বছরে নির্বাচিত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে ।

 ২। শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাকে সর্বোচ্চ অগ্রাধীকার দেয়া হয়;

৩। তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, বিপত্নিক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীন পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়।

৪। যে সকল বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলার আয়কৃত অর্থের সম্পূর্ন অর্থ খাদ্য বাবদ ব্যায় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যায় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না;

৫। ভূমিহীন বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ব্যাক্তি।

 

 

৩.

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম

১। সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান । ২০১৮-১৯ অর্থ বছরে প্রত্যেক অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ১০০০০ টাকা হারে ভাতা প্রদান।

১। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২.০০০ টাকায় উর্দ্ধে নয়;

২। মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অন্তর্ভুক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেল্স্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

৩। এক্ষেত্রে কর্মক্ষম নন বা আংশিক  কর্মক্ষম/ ভূমিহিন/ কর্মহীন/ সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগন অগ্রাধিকার পাবেন।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন

২। মুক্তিযোদ্ধা সম্মানীভাতা প্রতিমাসে প্রদান করা হয়, তবে কেউ ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা একত্রে উত্তলন করতে পারবেন ।

১। উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ( সিটি কর্পোরেশন এলাকার থানাসমূহের ক্ষেত্রে)

২। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও উপজেলা পর্যায়ের কওখ ওগ শ্রেনীর পৌরসভার ক্ষেত্রে)

৪.

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

১। সরকার কতৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে  অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এ জন্য ২০১৮-১৯ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের  জনপ্রতি মাসিক ৭০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

১। ৬ বছরের উর্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যাক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না; যিনি চাকুরীজীবী কিংবা পেনশনভোগী নন;

২। প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০ (চবিবশ হাজার ) টাকার কম

 

 

 

 

 

 

 

 

১। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাত ভোগী নির্বাচনসহ ভাতা বিতরনের ব্যাবস্থা গ্রহন ;

২। নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান  করা ।তবে কেহ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন;

১। উপজেলা সমাজসেবা কার্যালয় (উপজেলা ও  উপজেলা পর্যায়ের পৌরসভার ক্ষেত্রে)

২। শহর সমাজসেবা কার্যালয় ( সিটি কর্পোরেশন/জেলা পর্যায়ের কওখ শ্রেণীর পৌরসভার ক্ষেত্রে)

৫.

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে

নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদানঃ-

১। প্রাথমিক স্থর (১ম-৫ম শ্রেনী): জনপ্রতি মাসিক ৭০০ টাকা;

২। মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০ম শ্রেনী):জনপ্রতি মাসিক ৭৫০ টাকা:

৩।উচ্চ মাধ্যমিক স্তর(একাদশও দ্বাদশ শ্রেনী);জনপ্রতি মাসিক ৮৫০ টাকা;

৪। উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোওর): জনপ্রতি মাসিক ১২০০ টাকা

১। সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র- ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬০০০(ছত্রিশ হাজার) টাকার নিচে।

১। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি বিতরন এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে;

১। উপজেলা সমাজসেবা কার্যালয়(উপজেলা ও পৌরসভার ক্ষেত্রে)

২।শহর সমাজসেবা কার্যালয় (সিটি কর্পোরেশন/ জেলা

পর্যায়ে অবস্থিত ক ও খ শ্রেনীর পৌরসভার ক্ষেত্রে)

 

আর্থ সামাজিক উন্নয়ন সেবা(সুদমুক্ত ঋণ) 

৬.

পল্লী সমাজসেবা কার্যক্রম

১। পল্লী অঞ্চলের দারিদ্র জনগণকে সাংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়ন;

২। সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান;

৩।  ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ

প্রদান;

৪। লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:-

১।আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/ সদস্য

২। সুদমুক্ত ক্ষুদ্র  ঋণও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ক ও খ শ্রেনীভুক্ত  দরিদ্রতম নারী  যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয়  সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রযন্ত

৩। সুদ মুক্ত ঋন  ব্যতীত  অন্যান্য সেবা  প্রাপ্তির জন্য  গ শ্রেনী ভূক্ত নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর:-

১। ১ম বার ঋন (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

২। ২য়/৩য় পর্যায়ের ঋন (পুনঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।

৪৮১ টি উপজেলা সমাজসেবা কার্যালয় ।

৭.

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

১। পল্লী  অঞ্চলে দরিদ্র নারীদের সংগঠিত করে উন্ন নের মূল স্রোতধারায়  আনায়ন;

২। পরিকল্পিত পরিবার তৈরীতে সহায়তা;

৩। জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন ;

৪। সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়ন;

৫। ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋন প্রদান ;

৬। লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:-

১।আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভুক্ত পল্লী মাতৃকেন্দ্রের সদস্য এবং

২। সুদমুক্ত ক্ষুদ্র  ঋণও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ক ও খ শ্রেনীভুক্ত  দরিদ্রতম নারী  যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয়  সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রযন্ত

৩। সুদ মুক্ত ঋন  ব্যতীত  অন্যান্য সেবা  প্রাপ্তির জন্য  গ শ্রেনী ভূক্ত নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধে।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরন করে আবেদনের পর:-

১। ১ম বার ঋন (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

২। ২য়/৩য় পর্যায়ের ঋন (পুনঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।

৩১৮ টি উপজেলা সমাজসেবা কার্যালয় এবং পল্লী এলাকায়  স্থাপিত

১২,৯৫৬ টি মাতৃকেন্দ্র ।

৮.

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

১। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋন

১। এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তী যাদের বাৎসরিক আয় ২০,০০০( বিশ হাজার ) টাকার নিচে।

 

১। ১ম বার ঋন (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

২। ২য়/৩য় পর্যায়ের ঋন (পুনঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।

১। ৪৮১ টি উপজেলা সমাজসেবা কার্যালয়

২। ৮০টি শহর সমাজসেবা কার্যালয়

৯.

আশ্রায়ন কার্যক্রম

১। আশ্রযন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যাক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা;

২। পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা প্রদান;

৩। সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান ;

৪। ২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান;

৫। সদস্যদের সঞ্চয় বৃদ্ধিকরণ।

১। নির্বাচিত আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা;

২। আশ্রয়ন কেন্দ্রর সমিতির সদস্য।

 

১। ১ম বার ঋন (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

২। ২য়/৩য় পর্যায়ের ঋন (পুনঃবিনিয়োগ) গ্রহন এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে ।

৫৭ টি জেলার ১৮০ টি উপজেলার উপজেলা সমাজসেবা অফিস।

 

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষাপ্রতিপালনকল্যাণ, উন্নয়ন পুনর্বাসন

১০.

প্রতিবন্ধীতা সনদ প্রদান

প্রতিবন্ধীতা সনদ প্রদান

প্রতিবন্ধী ব্যাক্তি

প্রয়োজনীয় তথ্য সহ আবেদনের ১ দিনের মধ্যে

১। ৬৪ টি জেলা সমাজসেবা কার্যালয়

 

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন সহায়তা

১৪

বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

১। ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন

২। স্নেহ- ভালবাসা ও আদরুযত্নের সাথে লালন পালন

৩। আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান

৪। শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন

৫। শিশুর পরিপূর্ন বিকাশে সহায়তা

৬। পুর্নবাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

সমাজকল্যান পরিষদ থেকে নিম্ন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৫.

 সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

১। সমাজ সেবা অধিদপ্তর হতে ঘোষিত জাতিয়  পর্যায়ের  প্রতিষ্ঠানসমুহে অনুদান বার্ষিক ৫০  হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান।

২। শহর সমাজ উন্নয়ন প্রকল্প  সমন্বয় পরিষদে সর্বোচ্চ  ১ লক্ষ টাকা অনুদান।

৩। রোগীর কল্যাণ সমিতি সমূহের  জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান।

৪। অপরাধী সংশোধন ও পূর্ণবাসন সমিতিসমূহের  জন্য ৫০ হাজার হতে  ১ ল ক্ষ টাকা অনুদান।

৫। নিবন্ধন প্রাপ্ত  স্বেচ্ছাসেবী  সংগঠন সমূহের  আয়বর্ধক  কর্মসূচির জন্য অনুদান।

৬। নিবন্ধন প্রাপ্ত  স্বেচ্ছাসেবী  সংগঠন সমূহের জন্য ৫ হাজার হতে ২০ হাজার টাকা সাধারন অনুদান এবং আয়বর্ধক  কর্মসূচির জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাতা অনুদান।

৭। প্রতিষ্ঠান/সংগঠক/সংস্থা/দুস্থ ব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার টাকা অনুদান।

৮। আকষ্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক র্দর্যোগের জন্য  প্রদি সর্বোচ্চ ১ হাজার টাকা।

 

সমাজকল্যাণ পরিষদ থেকে নিম্নলিখিত  প্রতিষ্ঠান/সংগঠনকে অনুদান প্রদান করা হয়:-

১। সজাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠক

২। শহর সমাজ উন্নয়ন প্রতল্প সমন্বয় পরিষদ

৩। রোগী কল্যাণ সমিতি

৪। অপরাধী সংশোধন ও পূর্ণবাসন সমিতি

৫। নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন

৬। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান

৭। দরিদ্র /ক্ষতিগ্রস্থ ব্যক্তি

১।সমাজকল্যান পরিষদে প্রতি বছর আগষ্ঠ মাসে জাতীয় দৈনিক প্রত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়।

২। ডিসেম্বরের মাধ্যমে  জেলা ও উপজেলা সমাজকল্যান  পরিষদ  আবেদন  বাছাই করে  জাতীয়  সমাজকল্যাণ  পরিষদে সুপারিশ  প্রেরণ  করে।

৩। জাতীয় সমাজ কল্যাণ  পরিষদ এ বিষয়ে  চুড়ান্ত সিধান্ত নেয়।

 

১। সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রানালয়ের অধীন একটি সংস্থা। মাঠ পর্যায়ের পরিষদের  কার্যক্রম সমাজসেবা অধীদপ্তরের

২। উপজেলা পর্যয়ে ৪৮১টি উপজেলা সমাজসেবা শহর এলাকায় ৮০ টি শহর সমাজসেবা কার্যালয় এবং ৬৪ টি জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়।

১৬.

স্বেচ্ছাসেবী সংস্থা/প্রতিষ্ঠান সমূহের সাথে উন্নয়ন কার্যক্রম পরিচালনা

১। অসহায় দুস্থ রোগীদের অধিকার সুরক্ষা,কল্যান  ও পূর্ণবাসনে সহায়তা প্রদান;

২। যে সমস্ত  প্রতিষ্ঠান সমাজের অনগ্রসর পশ্চাদপদ  অবহেলিত ,এতিম,প্রতিবন্ধী,দুস্থ,সমস্যাগ্রস্থ  ব্যক্তিদের সেবা দিয়ে থাকে তাদের প্রকল্প প্রণয়নে সহায়তা প্রদান;

৩। অনুরুপ প্রকল্প অনুমোদনের প্রত্যশী 

সংস্থাকে  যথাযথ সহায়তা প্রদান;

৪। অনুমোদিত প্রকল্পের ক্ষেত্রে প্রত্যশী  সংস্থার অনুকুলে অর্থ ছাড়করনে  সহায়থা প্রদান।

৫। স্বাস্থ্যসেবা প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ঠ  হাসপাতালের  মাধ্যমে ৩০% রোগীকে বিনামূল্যে চিকিতসাসেবা প্রদান;

৬। বিনাম্যল্যে দুস্থ, এতিম,প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশী  সংস্থার মাধ্যমে প্রতিপালন ও পূর্ণবাসন।

১। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা  সমাজসেবা মূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত;

২। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে ডায়াবেটিক ,হার্ট,চক্ষু, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য  সেবা  দানকারী প্রতিষ্ঠান

৩। অপরাধ প্রবণ কিশোর-কিশোরী এবং এতিম শিশুদের লালন পালন কারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান;

৪। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এর মাধ্যমে দরিদ্র,সমস্যাগ্রস্থ,প্রতিবন্ধী,ব্যক্তি/শিশু এবং রোগী।

১। প্রতিষ্ঠান হিসেবে সমাজসেবা অধিদফতরের সাথে যৌথ উদ্যেগে সেবাপ্রদানমূলক প্রতিষ্ঠান তৈরির জন্য বিধি মোতাবেক ডিপিপি দাখিলের পর ১ বছর।

২। প্রকল্পের অবকাঠামো তৈরির  পর দুস্থ জনগনের  কল্যানে রবসনকারি প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে সংশ্লিষ্ট সেবাপ্রাপ্তি তাতক্ষনিকভাবে।

১। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল.মিরপুর.ঢাকা,

২। প্রবীণ হাসপাতাল,আগারগাঁও,ঢাকা,

৩। জাতিয় অন্ধ কল্যাণ সমিতি ,শংকরপুর,কুমিল্লা

৪। ঢাকা কমিনিউটি হাসপাতাল,মগবাজার ঢাকা

৫। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল মিরপুর,ঢাকা

৬। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল,শাহবাগ,ঢাকা;

৭। ডায়াবেটিক হাসপাতাল, দিনাজপুর;

৮। চক্ষু. হাসপাতাল ও অন্ধ পুর্নবাসন কেন্দ্র,ঝিনাইদহ;

৯। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল.ধানমন্ডি.ঢাকা;

১০। বারডেম হাসপাতাল শাহবাগ ,ঢাকা;

১১। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল দিনাজপুর;

১২।বাংলাদেশ প্রতিবন্ধী ইনষ্টিটিউট .মিরপুর ঢাকা;

১৩। প্রতিবন্ধী ও দৃস্থ ও যুব কিশোরদের প্রশিক্ষন এবং পূর্ণবাসন কেন্দ্র ফরিদপুর;

১৪। ডায়াবেটিক সমিতি হাসপাতাল  নীলফামারি।

১৫। ডায়াবেটিক সমিতি হাসপাতা সিরাজগঞ্জ।

১৬। ওজিএসবি হাসপাতাল,ঢাকা;

১৭। ন্যাশনাল ফাউন্ডেশন হাসপাতাল. সিলেট।